1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

আড়াইহাজারে দলিল লেখক নুরুল আমীনের ও জাকারিয়া জাকির কাছে জিম্মি সাব রেজিস্ট্রার অফিস।।

  • সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৮২

স্টাফ রিপোর্টার:


আড়াইহাজার উপজেলায় সাব-রেজিস্ট্রার সংকটে জমি কেনা-বেচায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। সময়মত দলিল রেজিস্ট্রি করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুক্তভোগীরা। পাশাপাপশি সরকারও মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, ভয়ভীতির কারণে সাবরেজিস্ট্রার এখানে আসছে না। ক্ষমতাসীন দলের পরিচয়ধারী কিছু দলিল লেখকের হুমকি-ধামকির কারণে ইতোপূর্বে সাব রেজিস্ট্রার সৈয়দ নজরুল, গোলাম মাহবুব, রায়হান মন্ডল, কাউসার শেখ এখান থেকে চলে যান। সর্বশেষে মিজানুর রহমান নামের এক সাব-রেজিস্ট্রার এখানে যোগদানের মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এখান থেকে চলে যান। ঊর্র্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো কাজ হয়নি। এতে করে এ অফিসে দিন দিন ভোগান্তি বাড়ছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে সাব রেজিস্ট্রার অফিসের এক কর্মচারী অভিযোগ করেন, স্থানীয় ক্ষমতাসীন দলের পরিচয়ধারী কিছু দলিল লেখক প্রতিনিয়তই সাব রেজিস্ট্রারকে চাপে রেখে অবৈধ কাজ করানোর চেষ্টা করেন। তাদের কথা মতো কাজ না হলে সাব-রেজিস্ট্রারের সাথে নানাভাবে হয়রানিমূলক কর্মকা-ে লিপ্ত হচ্ছে তারা। এর কারণে দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার অফিসে কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। একটি প্রভাবশালী মহলের নির্দেশে দীর্ঘদিন উপজেলার ১৩টি মৌজার দলিল করায় বাধা ছিল। বাধা উপেক্ষা করে এক দলিল লিখক দলিল সম্পাদন করায় তার ওপর হামলা করে একটি সন্ত্রাসী বাহিনী। এমনকি দলিল লেখক নামধারী ক্ষমতাসীন দলের স্থানীয় একটি চক্র নানা ভয়ভীতি দেখিয়ে ‘ক’ তফসিলের জমিও জোরপূর্বক সাব রেজিস্ট্রার দিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে আঙ্গল ফুলে কলাগাছ হয়েছে এ চক্রের সদস্য দলিল লেখক নুরুল আমিন ও জাকারিয়া জাকির । নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক মুঠোফোনে জানান, ক্ষমতাশীন দলের নেতা ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমীনের সহযোগিতায় দলিল লেখক নামধারী জাকারিয়া  নানাভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের খাস জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রারকে বাধ্য করেছেন। এ অনৈতিক কাজের জন্য সাবেক সাব-রেজিস্ট্রার ও অ্যাসোসিয়েশনের মহাসচিব কাউসার শেখ দলিল লিখক পূর্বে নুরুল আমীনকে তিন মাসের জন্য সাময়িক বহিষ্কার করেন। পরে তিনি অফিসে ঢুকতে পারেননি। এ চক্রের একক আধিপত্যের কারণে দলিল লেকক সমিতির প্রায় দুইশতাধিক দলিল লেখক তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাদের ইচ্ছার বাইরে দলিল করায় এরই মধ্যে অনেকেই উপরে নেমে আসছে খড়া। এ চক্রের দলিল লিখক সমিতিতে চলছে চরম অস্থিরতা। তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছে না। তার দ্বারা যেকোনো অপরাধমূলক কর্মকা- সম্ভব।দলিল লিখক হাবিব জানান, সময় মতো দলিল রেজিস্ট্রি করতে না পারায় দলিল লিখকরা ক্ষতির মুখে পড়েছে। দলিল লেখক সমিতিতে দীর্ঘদিন ধরেই চলছে ভোগান্তি। অবৈধ ও অনির্বাচিত দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমীন ও জাকারিয়া জাকির কে নিয়ে পুরো সাব-রেজিস্ট্রিার অফিস ও দলিল লেখক সমিতিতে একক আধিপত্য বিস্তার করে রেখেছে। জনস্বার্থে দ্রুত সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন তিনি। তারা সব অভিযোগ অস্বীকার করেছেন দলিল লেখক নুরুল আমিন ও জাকারিয়া জাকির।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪