আফ্রিদা জাহিন:
রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
আজকের কর্মসূচীতে ষষ্ঠ,সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রায় ১২শ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
এসময় শিক্ষার্থীদের মধ্যে বেশ ভীড় লক্ষ্য করা যায়। তবে টিকা গ্রহণ করে সকলেই আনন্দিত।
টিকা গ্রহণ শেষে দু’জন শিক্ষার্থী বাংলাদেশ বুলেটিনকে টোয়েন্টিফোরকে জানায় তাদের অনুভূতির কথা।
৮ম শ্রেণির শিক্ষার্থী সুদেষ্ণা রায় মেধা (১৪) বলেন, “টিকা দিতে তার কোনো সমস্যা হয় নি। সেরকম ব্যাথা পাননি।”
অপরদিকে ৮ম শ্রেণির আরও একজন শিক্ষার্থী মায়িশা জান্নাত খান (১৩) জানান, করোনার সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তারা টিকা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না।
প্রথমে মেয়ে ও শেষে ছেলেদেরকে টিকা দেয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে টিকা দান কর্মসূচি।