1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী সহিংসতায় আহত বৃদ্ধের মৃত্যু

  • সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৯৯

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার জেরে বোমায় আহত আলমগীর প্যাদা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আলমগীর প্যাদা উপজেলার চরদৌলতখান ইউনিয়নের সিডিখান গ্রামের জয়নাল প্যাদার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের কালকিনির চরদৌলতখান(সিডিখান) ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী মো. চানমিয়া শিকদারের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে গত ১০ নভেম্বর সকালে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং দুই শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় বোমায় স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থক আলমগীর প্যাদা গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়া জানান, আলমগীর প্যাদা আমার বংশের লোক। তাকে বোমা মেরে চান মিয়ার সমর্থকরা আহত করেছেন। সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
আওয়ামী লীগ প্রার্থী চান মিয়া সিকদার জানান, আমার লোকজনের বোমায় নয়, মিলন মিয়ার লোকজনের বোমায় আহত হয়ে আলমগীর প্যাদা মারা গেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আহত আলমগীরের মৃত্যু হয়েছে খবর পেয়েছি।তবে এখনো থানায় কেউ কোন মামলা দায়ের করেননি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪