ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মংগলবার, ০২রা নভেম্বর, ২০২১
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবির সদস্যরা সীমান্তের শুন্যলাইন থেকে তাদেরকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় ৪ জন নারীকে আটক করা হয়ছে।
আটককৃতরা হলো, যশোর শার্শার জামাল হোসেন এর স্ত্রী রিপা বেগম (২৫), একই জেলার বাঘারপাড়ার কুদ্দুস আলী সিকদারের মেয়ে সপ্না খাতুন (২২) ও খাদিজা বেগম (২৩) এবং খুলনা সদরের আবু আল সিদ্দিক হাওলাদারের মেয়ে সাথী আক্তার (২৮)।
আটককৃত সবাইকে বিজিবি কতৃক মহেশপুর থানার নিকট সোপর্দ্দ করা হয়েছে।