এম শাহীন আল আমীন,জামালপুর।।
ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের এলাকার মাঝামাঝি এলাকার অন্তত ৯০ মিটার যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস বাঁধ নদের গর্ভে বিলীন হয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ধস দেখা দেয়।
হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, দুইটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদ, বসতবাড়ি ও ফসলি জমি।
যমুনার ভাঙন প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জের ফুটানী বাজার থেকে সরিষাবাড়ি উপজেলার পিংনা পর্যন্ত তিনটি পয়েন্টে ৪৫৫ কোটি টাকা ব্যয়ে ১৬ দশমিক ৫৫ কিলোমিটার যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করা হয়। ২০১৭ সালে প্রকল্পের কাজ শেষ হয়। বাঁধে ধস দেখা দেওয়ায় চরম আতঙ্কে রয়েছে যমুনার তীরবর্তী মানুষ।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন , যমুনা নদীতে নতুন চ্যানেল বের হওয়ায় তীর রক্ষা বাঁধের ৯০ মিটার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মাঝে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।