1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবদান রয়েছে- ডিএমপি কমিশনার ইউক্রেন-ইসরায়েলের সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর আবারও সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যদের হস্তান্তর সম্পন্ন চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের নিকট প্রধানমন্ত্রীর আহ্বান মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ-ওবায়দুল কাদের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত র‌্যাবের নয়া মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

শার্শার গোগায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত- ৫০

  • সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৯৭

শার্শা ( যশোর) প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থীতাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ দলীয় নৌকা প্রার্থী ঘোষণা পাওয়ার পর তার সমর্থকরা আওয়ামীলীগের প্রতিদ্বদ্বী প্রার্থী তবিবর রহমানের সমর্থকদের উপর এক সন্ত্রাসী হামলা চালায়।

শনিবার সকাল ৯টার সময় তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়ায় ফিরলে তাকে আনতে তার সমর্থকেরা গোগা বাজার অতিক্রম করার সময় বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদের সমর্থকেরা তাদের উপর অতর্কিত হামলা করে। এই হামলায় তবিবর রহমানের প্রায় ৫০ জন সমর্থক আহত হয়। যার মধ্য ১৩ জন গুরুতর আহত হয়।

এলাকাবাসী জানান, ইউপি চেয়ারম্যান প্রার্থীতাকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে তুমুল প্রতিদ্ব›দ্বীতা বিরাজ করছিল। তারই ধারাবাহিতায় শুক্রবার (২২ অক্টোবর) নৌকার চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা হলে দলীয় মনোনয়ন পাওয়া আব্দুর রশিদ চেয়ারম্যানের সমর্থকেরা তবিবর রহমানের লোকজনের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে। তার ফলশ্রতিতে আজ শনিবার এই হামলা হয়। তবিবর রহমানের অগ্রভুলোট এলাকায় আহত ব্যক্তিদের আর্তনাদে এলাকার বাতাসে বাতাস ভারী হয়ে উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়া আসলে তাকে বাড়িতে আনতে তার সমর্থকেরা যাওয়ার পথে গোগা বাজার পৌঁছালে চেয়ারম্যান আব্দুর রশিদের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত ১৩ জনসহ প্রায় ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছে লিয়াকত মেম্বার, বাবুল মেম্বার, রানা হোসেন, লুৎফর রহমান, মাহবুর রহমান, তরিকুল ইসলাম। এদের মধ্যে রানা হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোগা ইউনিয়নের ইউপি সদস্য ও চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি তবিবুর রহমান বলেন, আমি ঢাকায় গিয়েছিলাম দলীয় মনোনায়ন এর জন্য। ঢাকা থেকে গোগা ফিরছি এমন সংবাদের ভিত্তিতে আমার সমর্থকরা আমাকে এগিয়ে নিতে মিছিল সহকারে গোগা বাজারে আসলে বিএনপি থেকে আওয়ামীলীগে আসা চেয়ারম্যান আব্দুর রশীদ এর সমর্থকরা আমার সমর্থকদের উপর হামলা চালায়। এতে আমার প্রায় ১৩ জন গুরুতরসহ ৫০ জন সমর্থক আহত হয়।

গোগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আব্দুর রশীদ মুঠোফোনে বলেন, আজ আমার প্রতিপক্ষদের মিছিল সহকারে বাজারে আসা উচিৎ হয়নি। আমি মনোনয়ন পেয়েছি। আমি সকলের সাথে মিলে মিশে নির্বাচন করতে চাই। যাদের সাথে সংঘর্ষ হয়েছে তারাও আওয়ামীলীগের লোক।

শার্শা থানার এস আই তরিকুল ইসলাম বলেন, সকালে তবিবার রহমান নামে একজন মেম্বার এর সমর্থকরা মিছিল নিয়ে তবিবারকে রিসিভ করতে আসলে গোগা বাজারের প্রবেশমুখে দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে স্থানীয় দুইজন ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, গোগা ইউনিয়নে গন্ডোগোলে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। দু‘পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য আগামি ২৮ নভেম্বর শার্শার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪