এম শাহীন আল আমীন,জামালপুর ।।
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ কেন্দ্রীয় নেতাসহ জাময়াতের ১৪ নেতা কর্মীকে আটক করেছে। পুলিশের দাবী ২০ অক্টোবর সন্ধ্যায় মসজিদে বসে নাশকতা মূলক কর্মকান্ডের পরিকল্পনা করা কালে পুলিশ তাদের আটক করে। জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনের সাংবাদিকদের জানান, দিনভর পুলিশ নজর দারিত্বে রেখে সর্বশেষ মসজিদে বসে নাশকতার চুড়ান্ত পরিকলপনার সময় বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমার পাড় জহুরুল হক মেম্বার বাড়ি জামে মসজিদ থেকে ১৬ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২জন ব্যাক্তি সাধারণ নামাজী হওয়ায় তাদের ছেড়েদেন। অপর ১৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়।
আটক যাদের বিরুদ্ধে মামলা হয় তারা হলেন- বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া গ্রামের জামায়াতের জেলা আমীর কেন্দ্রীয় নেতা এডভোকেট নাজমুল হক সাইদী(৬০), মাদরাসা শিক্ষক বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বাট্টাজোড় গ্রামের আদেল ইবনে আওয়াল(৫০), আইরমারী গ্রামের মাহাবুব জামি(৪৮), বকশীগঞ্জ পৌর শহরের টিএন্ডটি রোডের আব্দুল আজিজ(৫১), সীমারপাড় গ্রামের মোহাম্মদ আলী(৬০),নয়াপাড়া গ্রামের সুলতান (৪৮),উজান কলকীহারা গ্রামের আব্দুল মালেক(৪৭),মালিরচর মৌলভীপাড়া গ্রামের বিসমিল্লাহ হোটেলের মালিক রাসেল মাহমুদ(৪৫), জামালপুর জেলার মেলান্দহ উপজেলার তেঘরিয়া গ্রামের জুলফিকার আলী(৪৫), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কায়রা হাটি গ্রামের খালেকুজ্জামান(২১), ছোট দাসপাড়া গ্রামের নিয়ামত উল্লাহ(৩৪), কয়রাহাটি গ্রামের আনিসুজ্জামান(২২),পাগলা থানার দক্ষিন হারিনা গ্রামের ইসমাইল হোসেন(৪২) ও নান্দাইল উপজেলার কাকচর গ্রামের আশরাফুল আলম(৩৫)। সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, আটক সবাই জামায়াতের নেতা কর্মী। তারা নাশকতার পরিকল্পনা মূলক কাজে জড়িত ছিলেন। তাদের আটকের মধ্য দিয়ে বকশীগঞ্জ উপজেলা বড় ধরণের নাশকতা থেকে রক্ষা পেয়েছে।