-শামিম বিশ্বাস রাজবাড়ীঃ-
রাজবাড়ীর পাংশায় নিয়মিত মামলার আসামি ৩ জন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৪ জন কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানার পুলিশ।
১৮ অক্টোবর (সোমবার) ও ১৯ অক্টোবর (মঙ্গলবার) অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সঙ্গীয় এস আই মো. হুমায়ূন রেজ, এস আই মিজানুর রহমান, এস আই মো. আমজাদ হোসেন, এস আই মো. মাহাবুর রহমান, ও এ এস আই মো. রিপন খান, এ এস আই মো. নাছির উদ্দিন ফোর্সের সহাতায় পাংশা মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাজা পরোয়ানাভুক্ত আসামি উপজেলার রঘুনাথপুর গ্রামের ফিরোজ মিয়া (১৮), পিতা মৃত লাল মিয়া, জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মানিক মন্ডল (৪৫) পিতা মৃত মনছপ মন্ডল, গ্রাম কসবামাজাইল, সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গোবিন্দ কুন্ডু, পিতা মৃত হরিপদ কুন্ডু, গ্রাম নারায়নপুর, আলম ঘোষ (৪০), পিতা জনাব আলী ঘোষ এবং নিয়মিত মামলার আসামী মো. আমজাদ হোসেন (৫০), পিতা মো. আফছার মন্ডল, গ্রাম কৃষ্ণপুর থানা পাংশা, জেলা রাজবাড়ী পান্নু বিশ্বাস (৫১), পিতা মৃত আ. গফুর বিশ্বাস, গ্রাম কাতরাসিন, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ, পত্র শেখ মিজান (৪৫), পিতা মৃত চাঁদ আলী শেখ, গ্রাম ঘোড়ার ঘাট, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া, এদের কে গ্রেফতার করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পাংশা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় আসামীদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।