সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে ভাটিয়ারীতে এলাকায় কাঁচা বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে সবজি বাজারের সবগুলি দোকান পুড়ে ভুষ্মিভুত হয়ে যায়।
শনিবার (১৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ভাটিয়ারী (উত্তর বাজার) কাঁচা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়ারী কাঁচা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কুমিরা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, আগুন নিয়ন্ত্রন আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে বাজারের সবজি -তরকারীর দোকান, মাছের আড়ৎ, মুদি দোকান, চায়ের দোকান, বেড-বালিশের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোন দোকান থেকে বিদ্যুতিক সর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা জানান। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এ বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনে প্রায় ৩০টির মত ছোট বড় দোকান পুড়ে যায়। আগুন লাগার সুত্র তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে তিনি জানান।