শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদী পাড়া গ্রামে গত ১০ অক্টোবর রাতে সাদা মিয়ার বাড়িতে চেতনা নাশক ঔষধ খাওয়াইয়ে ২ লক্ষ ৭৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় ১৪ অক্টোবর সাদা মিয়া বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়োর করেন।
১৫ অক্টোবর সন্ধ্যায় সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক এর নেতৃত্বে
একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার চালিতাদহ গ্রামে অভিযান চালিয়ে আসাদুজ্জামান রানা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান রানা ঐ গ্রামের আবুল বাশারের ছেলে ।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে সেই চুরির ঘটনায় প্রত্যাক্ষ ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।