ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের দিঘাপতিয়া থেকে ১৫জন মাদসেবীকে আটক করেছে র্যাব। এসময় চোলাইমদ ও মাদকসেবনের উপকরণ উদ্ধার করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় , সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে দিঘাপতিয়া পিএম উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । এসময় চেলাইমদ মাদক সেবনের উপকরণসহ ১৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন ১। মোঃ বাবু (৩৭), পিতা- মোঃ সায়মুদ্দিন, সাং- মিরপাড়া, ২। শ্রী কনক চন্দ্র দাস (৩০), পিতা- মৃত গঙ্গা চন্দ্র দাস, ৩। শ্রী প্রদীপ দাস (৩৫), পিতা- শ্রী সুর্য দাস, উভয় সাং- বড়গাছা পালপাড়া, ৪্। মোঃ আরিফ (২৪), পিতা- মৃত আবুল কাশেম, সাং- নারায়ন কান্দি(নবীনগর), ৫। মোঃ আব্দুল মতিন (৪৫), পিতা- মৃত করিম সরদার, সাং- চাঁদপুর কুড়িয়া পাড়া, ৬। শ্রী দিপক চন্দ্র সরকার (২৮), পিতা- শ্রী সন্তোস চন্দ্র সরকার, সাং- লোচনগড় হিন্দুপাড়া, ৭। মোঃ লিটন (২৫), পিতা- মৃত দিদার, সাং- তেবাড়ীয়া উত্তর পাড়া, ৮। মোঃ আজিম ফকির (৩৬), পিতা- মৃত মফিজ ফকির, সাং- তেবাড়ীয়া মধ্যপাড়া, ৯। মোঃ রাব্বি (২৫), পিতা- মৃত মফিজ, সাং- হুগোলবাড়ীয়া, ১০। মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- পূর্ব হাগুরিয়া, ১১। মোঃ মিঠু আলী (২৪), পিতা- মৃত মনসুর আলী, সাং- তেগাছী, ১২। শেখ দুলাল ইসলাম (৩২), পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- উত্তর চৌধুরী বড়গাছা, ১৩। মোঃ মামুন (২২), পিতা- মোঃ মোসলেম, সাং- তেগাছী, ১৪। মোঃ জনি হোসেন (২৮), পিতা- মোঃ নুর মোহাম্মদ, সাং-বন বেলঘড়িয়া বাইপাস(নেঙ্গুরিয়া), ১৫। মোঃ মোয়াজ্জেম (২৩), পিতা- মোঃ নুরু, সাং- তেবাড়ীয়া উত্তর পাড়া, সর্ব থানা ও জেলা- নাটোরদের’কে আটক করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।