ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
সাতকানিয়া মহা সড়কে অভিনয় কায়দায় মিনি ডাম্পারট্রাককে নষ্ট সাজিয়ে সেটির ব্যাকডালার মধ্যে সুকৌশলে ইয়াবা লুকিয়ে ডাম্পার ট্রাকটিকে অন্য একটি ট্রেইলার ট্রাকে করে পরিবহনকালে সাতকানিয়া থানা পুলিশ গত ৭ই অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৩,০০০ (তের হাজার) পিস ইয়াবা, পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রেইলার ট্রাক ও ০১টি মিনি ডাম্পার ট্রাকসহ ০৩ জনকে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার এসআই(নিঃ) মোল্লা মোঃ জাহাঙ্গীর কবির সঙ্গীয় ফোর্সসহ ০৭/১০/২০২১ খ্রি: রাত ০২.৪৫ টায় সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউনিয়নস্থ তেমুহনা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় মিনি ডাম্পার ট্রাককে নষ্ট সাজিয়ে সেটির ব্যাকডালার মধ্যে সুকৌশলে ইয়াবা লুকিয়ে ডাম্পার ট্রাকটিকে অন্য একটি ট্রেইলার ট্রাকে করে পরিবহনকালে ১৩,০০০ (তের হাজার) পিস ইয়াবা, পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রেইলার ট্রাক ও ০১টি মিনি ডাম্পারট্রাকসহ আসামী ১। মোঃ জসীম উদ্দিন (২৩),২। মোঃ শাহাদাত হোসেন রিকু (২৩) ও ৩। মোঃ রিয়াদ হোসেন (১৯)’কে গ্রেফতার করে। এ সংক্রান্তে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।