1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

চন্দনাইশে জায়গা জবর দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় গৃহবধু গুরুতর আহত।

  • সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬৯

ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

চট্টগ্রাম চন্দনাইশে দখলীয় জায়গা জবর দখলে বাঁধা দেওয়ায় শাহনেওয়াজ আক্তার (৪২) নামের এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত ২ অক্টোবর দুপুরে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধু ওই এলাকার মোঃ নুরুল আবছারের স্ত্রী বলে জানা যায়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত শাহনেওয়াজ আক্তার বাদী হয়ে থানায় ৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় ভাবে জানা যায়, শাহনেওয়াজ আক্তারের স্বামী নুরুল আবছারের সাথে প্রতিপক্ষ মোস্তাক গং এর সাথে খরিদাকৃত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত শনিবার দুপুরে মোস্তাক আহমদ ও লোকজন ওই জায়গা তাদের খরিদা জায়গা দাবী করে ভাউন্ডারী ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এসময় গৃহবধু শাহনেওয়াজ আক্তার বাঁধা দিলে তাকে বেদম মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ এব্যাপারে অভিযুক্ত মোস্তাক জানান, আমার খরিদা জায়গায় আমি ঘিরে বেড়া দিয়েছি। এতে কোন ঘটনা ঘটেনি। স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন দে বলেন, বিরোধীয় জায়গায় ঘিরে বেড়া দেওয়ার কথা শুনেছি। তবে কি হয়েছে তা জানা নেই। চন্দনাইশ থানার এসআই ইউনুছ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪