কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার চৌদ্দগ্রামের বদরপুর এলাকা থেকে বিদেশি পিস্তুল, ম্যাগজিন, গুলি, মদ বিয়ার গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন ১০ বিজিবির সহকারি পরিচালক মো: পারভেজ শামিম।
তিনি এক প্রেস বিফিংয়ে জানান, গতকাল বুধবার বিজিবি ১০ এর শিবের বাজার বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মীমান্তবর্ত্তী এলাকা জেলার চৌদ্দগ্রামের বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তুল, দু রাউন্ড গুলি, ৪৭ বোতল মদ, ১৩ ক্যান বিয়ার, প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের মূল্য প্রায় দু লক্ষ টাকা বলে বিজিবি জানায়।