1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

নোয়াখালীতে প্রথম আলো প্রতিবেদককে স্বপরিবারে প্রাণনাশের হুমকি

  • সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সাংবাদিক মাহবুবুর রহমানকে (৪৬) স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনা তিনি মৌখিক ভাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামকে অবহিত করেন।

মাহবুবুর রহমান জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক নোয়াখালী হিসেবে কাজ করছেন।

মাহবুবুর জানান, তিনি গত কয়েক দিন শারীরিক ভাবে অসুস্থ। তাই বাসায় অবস্থান করছেন। বুধবার দুপুর ২টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে পরপর দুটি কল আসে। প্রথম কলটি আমি রিসিভ করতে পারিনি। দ্বিতীয় কলটি রিসিভ করার সাথে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। একপর্যায়ে আমাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মিরা। একই সাথে দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ইমদাদুল হক জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪