পটুয়াখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে মোটরসাইকেল ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।
২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৭:৩০ মিনিটের সময় পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেল ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃতামিম (২২) এর মৃত্যু হয়।
জানা গেছে, বরিশাল কোতয়ালির ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা কালুয়াসড়কের মোঃ মজিবুর রহমানের পুত্র।
তামিমের সাথে থাকা বন্ধু জানায়, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বরিশাল বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলাম ইতিমধ্যে পটুয়াখালী বাস স্ট্যান্ডের সামনে এসে দুর্ঘটনায় শিকার হলাম, হঠাৎ মিনি কাভার্ডভ্যান সামনে পড়ে যায় আমার বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে লাগিয়ে দেয়, আমি ছিলাম পিছনের একটি মোটরসাইকেলে, দ্রুত গাড়ি থেকে নেমে তামিমকে পটুয়াখালীর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরো বলেন তামিমকে সাথে থাকা বন্ধু সেও খুব অসুস্থ তাকে বরিশাল নিতে হবে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানায়, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে,ঘটনা স্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে মিনি কাভার্ডভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ঘাতক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।