নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম চৌধুরী এর নেতৃত্বে এস আই রতন লাল দেব ও এ এস আই নাজিম উদ্দিনসহ সঙ্গে ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২৭ সেপ্টেম্বর ) দুপুর ১২ টা ৪৫ মিনিট সময় মাধবপুর মনতলা রোডে পানিহাতা উত্তর পাশে সরকারী পাকা রাস্তায় মাদকদ্রব্য ০৪ কেজি গাঁজা উদ্ধার করে ০১ জন কারবারিকে গ্রেপ্তার করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো
উপজেলা ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের মোঃ জহিরুল ইসলাম (২৪), পিতা মোঃ ফজলুর রহমান।
এ ব্যাপারে কথা হয়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।