জয়পুরহাট সংবাদদাতাঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ শনিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে বিশেষ
অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার সদর থানাধীন পাঁচুরমোড় মসজিদ মার্কেট এবং রেলগেট এলাকা হতে (ক) মনিটর –
০৭ টি, (খ) সিপিইউ- ০৭ টি, (গ) কি-বোর্ড- ০৭ টি (ঘ) মাউস- ০৭ টি (ঙ) হার্ড ডিস্ক- ১২টি, (চ) বিভিন্ন প্রকার ক্যাবল- ২১ টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আসামী ১। মোঃ মোস্ত্মাকিম হোসেন (২৪), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং- কড়ইকাদিপুর, ২। মোঃ রাজু (৩০), পিতা-মোঃআব্দুল লতিফ, সাং-মাষ্টারপাড়া, ৩। মোঃ মহিদুল ইসলাম (৩২), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-বুলুপাড়া, ৪। মোঃ আবু দারদা (৩৫), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-চকগোপাল, ৫। শ্রী পার্থ বর্মন
(২৩), পিতা-শ্রী বাপ্পা বর্মন, সাং-পলিবাড়ী, সর্ব থানা- জয়পুরহাট সদর, জেলা জয়পুরহাটদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের
করা হয়েছে।