এম.শাহীন আল আমীন,জামালপুর ॥
জামালপুরে ট্রেনে ডবল হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধেমামলা হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানায় ওই মামলা দাযের করেন নিহত সাগরের মা হুনুফা খাতুন। মামলা দায়েরের পর পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। মযমনসিংহ রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মযমনসিংহ রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, বিষয়টি প্রথম শ্রেণির গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে সব কিছু পরিস্কার হবে।
উল্লেখ্য ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ঢাকার কমলাপুর থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে কমিউটার ট্রেন ছেড়ে দেয়। ট্রেনটি ময়মনসিংহের গফুরপাও রেল স্টেশন ছাড়ার পর একদল ছিনতাইকারী ট্রেনের ছাদে উঠে ছাদের যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়। পরে ছিনতাইকারীর দলটি চলন্ত ট্রেনের ইঞ্জিনের বগির ছাদে অবস্থান করতে থাকে। ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছাড়ার পর নিহত নাহিদ মিয়ার নেতৃত্বে অন্যান্য যাত্রীরা ছাদের উপর ছিনতাইকারীদের খোজঁতে থাকে। একযর্পায়ে যাত্রীরা ছিনতাইকারীদের চিনে ফেলে। ওই সময় ছিনতাইকারীরা ট্রেনের ছাদের য়াত্রীদের উপর হামলা করেন। হামলায় ধারালো অস্রের আঘাতে জামালপুরের ইকবালপুর এলাকার নাহিদ মিয়া (৪০) ও সাগর মিয়া (২২) নামে দুই ব্যাক্তি গুরুত্বর আহত হয়।
জামালপুর রেলওয়ে পুলিশ আহত দুই ব্যাক্তিকে ট্রেনের ছাদ থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত নাহিদ মিয়া ও সাগর মিয়াকে মৃত ঘোষনা করেন।