জয়পুরহাট সংবাদদাতাঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ২৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ রাত্রি ১০:৩০ মিনিটে জয়পুরহাট জেলার সদর থানাধীন ক্যাডেট কলেজ রোড এর আশ পাশ এলাকা হতে ৭ জন মাদক সেবীকে গ্রেফতার করেন র্যাব-৫, সিপিসি- এর সদস্যরা। র্যাব-৫ জয়পুরহাট প্রেসবিজপ্তি সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন। মোঃ নাইম (১৯), পিতা-মোঃ নুর আলম, ২। শ্রী সুজন টপ্পু (২০), পিতা-শ্রী সুনীল টপ্পু, উভয় সাং-চক গোপাল, ৩। মোঃ
বাবু (৩৬), পিতা-মোঃ মসির উদ্দিন ফকির, সাং-মাষ্টারপাড়া, ৪। শ্রী অধির চন্দ্র
(৪০), পিতা-মৃত বগা মাহাতো, ৫। শ্রী কৃষ্ণ চন্দ্র (৪৫), পিতা-মৃত মহেন্দ্রনাথ
মাহাতো, ৬। শ্রী বিফল চন্দ্র মাহাতো (৪৫), পিতা-মৃত শশী চন্দ্র মাহাতো, ৭। শ্রী নেপাল চন্দ্র মাহাতো (৩২), পিতা-মৃত ভোলা চন্দ্র মাহাতো, সর্ব সাং-খয়েরদারা, থানা-জয়পুরহাট, সর্ব জেলা-জয়পুরহাটদেরকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।