শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে ৭৪ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দু’জন সম্পর্কে স্বামী- স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এসআই সুলতান মাহমুদ এর নেতৃত্বে, এএসআই রাম চন্দ্র প্রামানিকসহ সঙ্গীয় ফোর্স বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী নামক স্থানে ঢাকা- রংপুর মহাসড়কে গাড়ি চেকিং করা কালে সফরসঙ্গী পরিবহন নামের যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশী করা হলে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ডাকাতমারা গ্রামের আব্দুল মোত্তালেব এর ছেলে আবু কাওসার শামীম(৩০) এর হেফাজতে থাকা চকলেট রংয়ের কলেজ ব্যাগ তল্লাশী করে ৬০ বোতল ফেন্সিডিল এবং তার স্ত্রী মিতা খাতুন(২৭) এর নিকট থাকা বাদামী রংয়ের ব্যাগের মধ্যে হইতে ১৪ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ৭৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা
বিষয়টি নিশ্চিত করে জানান,এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-২৭।