শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ২.১৫ মিনিটে সাদুল্যাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক এর নেতৃত্বে এএসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দীর্ঘদিন থেকে পালিয়ে থাকা ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শরিফুল ইসলাম (৩৫) কে জিআর (সাজা) ৪২৬/১২ইং ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম উত্তর পাড়া গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।
সাদুল্যাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক শরিফুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।