সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জনৈক(৯) মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে সহযোগী ৩ জনকে আটক করেছেন পুলিশ। ঘটনাটি ঘটেছে,উপজেলার আলীনগর ওয়াইজনগর মোহাম্মদিয়া ও এতিমখানায় মাদ্রাসায়। আটককৃতরা হলেন-উপজেলার খান বানিয়ারা গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম(২৪),শ্যামনগর গ্রামের মনসুর আলীর ছেলে আব্দুল আওয়াল((৩৮),মানিকনগর গ্রামের সিদ্দিক উল্লাহের ছেলে সাইফুল ইসলাম(৩৬)। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জনৈক ছাত্রের দাদী লতা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়,ভিকটিম দেড় বছর ধরে অত্র মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র হিসেবে লেখা পড়া করে আসছিল। হঠাৎ শনিবার(১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অভিযুক্ত অত্র মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক পাবনা জেলার ভেড়া থানার নতুন মানিকনগর গ্রামের আবুল কালামের ছেলে রমজান আলী(২৭) জনৈক শিশুটিকে সুযোগ বুঝে তার শ্বয়ন কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। শিশুটি রাতে বাড়ি গিয়ে কান্না কাটির এক পর্যায় বিস্তারিত তার দাদীর কাছে খুলে বললে পরের দিন ভোর সাড়ে ৫টার দিকে মাদ্রাসায় বিচার চাইতে গেলে তাদের বসিয়ে রেখে ওই মাদ্রাসার ৩ শিক্ষক অভিযুক্ত রমজানকে পালিয়ে যেতে সহযোগীতা করেন ও বিচারের আশ্বাসে ভিকটিমের পরিবার সাথে তালবাহানা করে সময় কালক্ষেপন করেন। এমনকি বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তারা মরিয়া হয়ে ওঠেন। এক পর্যায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভিকটিমের পরিবার থানায় মামলা করেন। ভিকটিমের পরিবার এ ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেন।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- এ ঘটনায় ৩ জনকে আটক করে বুধবার দুপুরে আদালতে সোর্পাদ করা হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।