1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিজয় দিবসে ৫৪ জনের প্যারা- জাম্পিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ গভীর নলকূপ হতে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা দীর্ঘ ৩২ ঘণ্টার প্রচেষ্টায় শিশু সাজিদকে উদ্ধার

সিংগাইরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ৩ শিক্ষক আটক

  • সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে জনৈক(৯) মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে সহযোগী ৩ জনকে আটক করেছেন পুলিশ। ঘটনাটি ঘটেছে,উপজেলার আলীনগর ওয়াইজনগর মোহাম্মদিয়া ও এতিমখানায় মাদ্রাসায়। আটককৃতরা হলেন-উপজেলার খান বানিয়ারা গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম(২৪),শ্যামনগর গ্রামের মনসুর আলীর ছেলে আব্দুল আওয়াল((৩৮),মানিকনগর গ্রামের সিদ্দিক উল্লাহের ছেলে সাইফুল ইসলাম(৩৬)। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জনৈক ছাত্রের দাদী লতা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়,ভিকটিম দেড় বছর ধরে অত্র মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র হিসেবে লেখা পড়া করে আসছিল। হঠাৎ শনিবার(১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অভিযুক্ত অত্র মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক পাবনা জেলার ভেড়া থানার নতুন মানিকনগর গ্রামের আবুল কালামের ছেলে রমজান আলী(২৭) জনৈক শিশুটিকে সুযোগ বুঝে তার শ্বয়ন কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। শিশুটি রাতে বাড়ি গিয়ে কান্না কাটির এক পর্যায় বিস্তারিত তার দাদীর কাছে খুলে বললে পরের দিন ভোর সাড়ে ৫টার দিকে মাদ্রাসায় বিচার চাইতে গেলে তাদের বসিয়ে রেখে ওই মাদ্রাসার ৩ শিক্ষক অভিযুক্ত রমজানকে পালিয়ে যেতে সহযোগীতা করেন ও বিচারের আশ্বাসে ভিকটিমের পরিবার সাথে তালবাহানা করে সময় কালক্ষেপন করেন। এমনকি বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তারা মরিয়া হয়ে ওঠেন। এক পর্যায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভিকটিমের পরিবার থানায় মামলা করেন। ভিকটিমের পরিবার এ ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেন।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- এ ঘটনায় ৩ জনকে আটক করে বুধবার দুপুরে আদালতে সোর্পাদ করা হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪