মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার হরষপুর বেগম রুকিয়া মেমোরিয়াল কিন্টারগার্ডেনের সামনে পাকা রাস্তায় অভিযার চালিয়ে মো: আশিক মিয়া (২৫) নামে এক ব্যাক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশিক মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাবুল মিয়া ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।