কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার বুড়িচংউপজেলারখাড়াতাইয়া এলাকাথেকে চার কেজি ২৫০ গ্রাম গাঁজা, দুবোতল হুইস্কি ও একক্যান বিয়ারসহএকজনকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়কমেজরমোহাম্মদ সাকিব হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার সকালে এক প্রেস বিফিংয়ে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায়কুমিল্লা জেলার বুড়িচংউপজেলারখাড়াতাইয়াএলাকায়অভিযান পরিচালনা করা হয়। এসময়চার কেজি ২৫০ গ্রাম গাঁজা, দু বোতল হুইস্কি ও এক ক্যান বিয়ারসহখাড়াতাইয়া মধ্যমপাড়া গ্রামের মোঃ জামশেদ আলম নামে একজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা হয়।