সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক
মোশারফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি
নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের পিছনে থাকা শিশুসহ স্ত্রী।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে হেমায়েত-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় তিনি আবদুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, ঢাকা থেকে মোটরসাইকেল (মেট্রো-হ৬০-৪১২৯) যোগে মোশাররফ হোসেন মানিকগঞ্জ বাড়ীতে যাওয়ার পথে জায়গীর এলাকায় ব্রীজে পৌছায়। এ সময় সিংগাইর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ১৯-৪৮৭৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যায়। এ সময় দ্রুতগতিতে প্রাইভেটকারটি ঢাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধল্লা পুলিশ ফাড়ি থেকে প্রাইভেটকার চালক শাহিন কে আটক করে।
সিংগাইর থানার পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা আহত ৪ বছরের শিশু ও স্ত্রীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহতের লাশ উদ্ধার করে সনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।