মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার ২ ভাইকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (১৪ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র লস্কর আলী(৩২) ও মন্টু মিয়া (৩৮) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। এর আগে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের বেজুড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৭০ গ্রাম ভারতীয় গাঁজাসহ লস্কর আলী ও মন্টু মিয়াকে গ্রেফতার করে।