1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

রংপুরে পৃথক দুই ছিনতাই ঘটনায় মারাত্বক জখম বেরোবি শিক্ষার্থী

  • সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৬

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পরাগ
মাহমুদ নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ পার্কের মোড় পার্কভিউ ছাত্রাবাস হতে সরদারপাড়ায় তার বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পূর্ব পাশে মর্ডান মোড়ের দিক থেকে আসা ১৮/১৯ বছর বয়সী তিনজন ছেলে তাকে রাস্তায় দাঁড় করিয়ে তার ব্যবহৃত ফোন চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। এ সময় তিনজনের একজন প্যান্টের ভেতর থেকে একটি চাপাতি বের করে পরাগের ডান হাতে কোপ দিয়ে তার ফোনটি কেড়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর জখম অবস্থায় পরাগকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।অপরদিকে একই দিন (শুক্রবার) ভোরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু নগরীর লালবাগে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছে।ওই শিক্ষক ভোরে মর্নিং ওয়ার্কে বের হয়ে লালবাগ যাওয়ার পথে ছিনতাইকারীরা তার ব্যবহিত মোবাইল ফোন কেড়ে নেয় ও কুপিয়ে জখম করে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পৃথক এই দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, রাতে কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে তার মুঠোফোনটি নিয়ে যায়। শিক্ষার্থী বিষয়টি আমাকে অবহিত করলে, আমি রাত সাড়ে চারটার দিকে ওই শিক্ষার্থীকে মেডিকেলে দেখতে যাই। বর্তমানে সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।তিনি আরও জানান, পরবর্তীতে আমাদের আর এক শিক্ষক প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে গেলে তিনিও ছিনতাইকারীর আঘাতে জখম হন।বিশ্ববিদ্যালয় এলাকায় ফের ছিনতাইকারীর এসব ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা অনিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মতৎপরতা বৃদ্ধিসহ এসব ঘটনার সুষ্ঠ তদন্ত করে ছিনতাইকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪