ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুরে পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় মতলেব ফকির(৫৫) নামের এক ভন্ড ফকির ভক্তকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কামাল পারভেজ নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামের মুছের উদ্দিন ফকিরের ছেলে মতলেব ফকির পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তি ও বাজে মন্তব্য করায় নিজের ফেসবুক আইডি থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট করেন। সেই পোস্ট নজরে আসে প্রশাসনের। পরে পৌর সদরের চাঁচকৈড় বাজার এলাকা থেকে আনুমানিক সন্ধায় ওই ভন্ড মতলেব ফকির কে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন বলেন, কোরআন শরীফ অবমাননার কারনে মতলেব ফকির কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।