কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকায় সরকারি ঔষধ কালোবাজারে ব্যক্তিমালিকানাধীন ফার্মেসীতে বিক্রয় এবং অননুমোদিতভাবে আমদানিকৃত বিদেশী ও বাংলাদেশী ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে দুইজন গ্রেফতার ও বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে র্যাব। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
এক প্রেস বিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় কুমিল্লা জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের আব্দুল্লাহ ফার্মেসীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ঔষধ কালোবাজারে বিক্রয়ের সময় বিপুল পরিমাণ সরকারী ঔষধ ও নগদ এক হাজার ৪০০ টাকাসহ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিটিচারপাড়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম (২৩) কে গ্রেফতার করা হয়।
তাছাড়া কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের প্রিয়াংকা ফার্মেসী থেকে নগদ এক লক্ষ ৪১ হাজার ৪০০ টাকাসহ ভারত, ইউএসএ, শ্রীলঙ্কা ও বুলগেরিয়ার তৈরী বিপুল পরিমাণ ঔষধ এবং বাংলাদেশে তৈরী ভেজাল ঔষধ জব্দ করা হয় । এ ঘটনায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাট্টেরহদ গ্রামের মোঃ আরমান হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়।
র্যাব অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরো জানান, গ্রেফতারকৃত ফার্মেসীর মালিকগন সরকারি ঔষধসমূহ অবৈধভাবে তাদের মালিকানাধীন ফার্মেসীতে কালোবাজারে বিক্রয় করে আসছিল ও অনেক ঔষধ অনুমোদন ছাড়া বিদেশ থেকে এনে বিক্রি করছিলো। সরকারী ঔষধ কালোবাজারী এবং অননুমোদিত, ভেজাল ঔষধ উৎপাদন ও বাজারজাত প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।