পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় এক গৃহবধূর দায়ের করা ধর্ষণ ও পর্ণোগ্রাফী মামলায় বাবলু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই গৃহবধূর অভিযোগ, নানা সময়ে বাবলু তার সাথে কৌশলে অবৈধ মেলামেশা করে তা ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে আবারও অবৈধ মেলামেশা জন্য চাপ সৃষ্টি করে। গৃহবধূ রাজি না হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বাবুল। পরবর্তীতে তিনি আইনের আশ্রয় নেন।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তাপস (বাবলু) ব্যানার্জি কে আটক করেছে। সে মটবাটী গ্রামের কিরণ ব্যানার্জির ছেলে। জানাগেছে, একই এলাকার এক গৃহবধূর সাথে নানা কৌশলে অবৈধ মেলা মেশা করে তা ভিডিও ধারণ করে।গত ১৬ আগষ্ট রাতে আবারও একই উদ্দ্যেশ্য তার কাছে যায়। তাকে কোন অবৈধ সুযোগ না দিতে চাওয়ায় ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে। ভিকটিম তাকে কোন সুযোগ না দিয়ে তাকে তাড়িয়ে দেয় এবং তার স্বামীকে ঘটনাটি জানায়। ঘটনাটি বাবলু জানতে পেরে তার কাছে থাকা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রোববার রাতে থানায় ধর্ষণ ও পর্ণ্যোগ্রাফি আইনে মামলা করে। সোমবার ভোর সাড়ে ৫ টায় নিজ বাড়ী থেকে উপ- পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফৌস নিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে এলাকার একাধিক মহিলার সাথে এভাবে অসামাজিক কর্মে লিপ্ত থেকে তা ভিডিও ধারণ করে একই ভাবে ছড়িয়ে দিয়েছে।ধৃত বাবলু একজন চরিত্রহীন ব্যক্তি যা ভিডিও গুলোতে দেখা যায়। তার বিরুদ্ধে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা তাকবীর হোসেন। ওসি তদন্ত স্বপন রায় জানান তার বিরুদ্ধে আরও অনেক মহিলার সাথে এ ধরনের জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে। বাবলুকে গ্রেপ্তার করে আইনে প্রক্রিয়ায়
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।