মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিরøায় অভিনব পদ্ধতিতে মোটর বাইক চুরি। এই অপরাধে যুবকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার যুবক মেহরাজ হোসেন সাকিব (২২)। তারবাড়ী নোয়াখালী জেলার চরজব্বার থানার হাজীপুর গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে গ্রেফতার মেরাজকে আদালতে নিলে বিচারক তাকে কারাগারে প্রেরন করে।
মামলার সূত্রে জানা যায়, ফেইসবুকে একটি আর ১৫ মোটর বাইক বিক্রয় করার বিজ্ঞাপন দেন চুয়েটের ছাত্র আব্দুল্লাহ আল নোমান। গত ২৯ আগস্ট সন্ধ্যায় নোয়াখালী থেকে কুমিল্লায় বাইকটি কিনতে আসেন মেহেরাজ হোসেন সাকিব। পথে রেন্টে-কার থেকে একটি প্রাইভেটকার ভাড়া নেন মেরাজ। চালকসহ মেহরাজ আসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচরস্থ মিয়ামি হোটেলের সামনে। সেখান এসে প্রাইভেটকার থামিয়ে বাইকটি চালিয়ে দেখার জন্য র্স্টাট দিয়ে সামনে এগিয়ে যায়। তারপর আর ফিরে আসেনি মেরাজ। এদিকে মোটর বাইক মালিক আব্দুল্লাহ আল নোমান মোটর বাইক ফিরে না পেয়ে প্রাইভেট কারচালকসহ প্রাইভেটকারে থাকা আরো একজনকে আটক করে। পরে প্রাইভেটকার চালক ও তার সঙ্গী জানায় মেরাজকে তারা চিনেনা। ভাড়ার কথা বলে নিয়ে এসেছে। এনেই তাদেরকে বিপদে ফেলে রেখে চলে যায়।
পরে এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমান গতকাল শুক্রবার বিকেল ৪ টায় কোতয়ালী কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে নোয়াখালীর সুধারামপুর থানার মাইজদী কোর্ট এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে আর ১৫ মোটর বাইকটিসহ গ্রেফতার করে।
গ্রেফতারযুবক মেরাজ প্রাথমিক বিজ্ঞাসাবাদে জানান, সে ভুয়া ফেইসবুক আইডি খুলে ওয়েব সাইটে মোটর বাইক বিজ্ঞাপন দেখে যোগাযোগ করতো। তারপর বিভিন্ন কৌশলে বাইক চুরি করে নিয়ে আসতো। এখন পর্যন্ত অন্তত ৪ টি বাইক চুরি করে।
কেন বাইক চুরি করতো এ ঘটনা বর্ননা দেয় মেরাজ। ফেইসবুকে একটি মেয়ের সাথে এক বছরে প্রেম ছিলো। গত সাত মাস আগে দুই পরিবারের অমতে বিয়ে করেন। বাসা ভাড়া নেয় সংসার শুরু করে। একদিকে বেকার অন্য দিকে সংসার খরচ। সংসার খরচ মিটাতে গিয়ে অপরাধ জগতে পা বাড়ায় মেরাজ।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাশ জানান, শুক্রবার বিকেলে মামলাটি কোতয়ালী থানায় হওয়ার পর পুলিশ সুপার মহোদয় মামলাটি ডিবিতে হস্তান্তর করেন। পরে শুক্রবার রাতেই অভিযানে বের হই। নোয়াখালীর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করি। সে ভুয়া ফেইসবুক আইডি দিয়ে বিজ্ঞাপন দাতাদের সাথে যোগায়োগ করতো। প্রতারনার মাধ্যমে বাইক চুরি করার পর ব্যবহৃত মোবাইল সীমটি নষ্ট করতো। শনিবার দুপুরে তাকে আদালতে নিলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারখ বিচারক নুসরাত জাহান উর্মি তাকে কারাগারে প্রেরন করেন।