মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্রগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার ফটিকা নাথ পাড়া থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ বেবী নাথ (৩৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম।
শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাঁড়ে সাতটার দিকে তাকে আটক করে।
চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, হাটহাজারী পৌরসভাধীন ফটিকা, নাথ পাড়া, মুড়লী মহাজনের বাড়িতে সন্ধ্যা প্রায় ০৭ঃ৩০ ঘটিকায় ৩০ লিটার মদ সহ আসামী-(১) বিবী নাথ (৩৮) কে গ্রেফতার করে ও তার স্বামী আসামী-(২) বিসু নাথ(৪৫) পালিয়ে যাওয়ায় (পলাতক) হিসেবে হাটহাজারী থানায় মাদক মামলা দায়ের করা হয়।