যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জানান প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় জনাব আশেক সুজা মামুন, সহকারি পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অত্র থানার কয়েকজন অফিসারের নেতৃত্বে বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে ইং- ০৩/০৯/২১ খ্রিঃ গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বিভিন্ন গ্রাম হতে গ্রেফতারী পরোয়ানা মূলে সর্বমোট ১৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। আজগর আলী দফাদার (৩৫), পিতা- মৃত নেছার আলী দফাদার, ২। মোঃ হয়রত আলী (৪৭), পিতা- মৃত নেছার আলী দফাদার, ৩। মোঃ ইমরান আলী দফাদার (৪২), পিতা- মৃত নেছার আলী দফাদার, সর্বসাং-রামনাথপুর, থানা- মনিরামপুর, জেলা –যশোর,
৪। মোঃ আলমগীর হোসেন খান (৩০), পিতা- মৃত আফসার আলী খান, সাং-মশ্বিমনগর, থানা- মনিরামপুর, জেলা –যশোর, ৫। মোঃ মুনছুর বিশ্বাস (৪৮), পিতা- মৃত নয়াব বিশ্বাস, ৬। মোঃ বাহারুল ইসলাম (২৭), পিতা- মোঃ মুনছুর বিশ্বাস, ৭। মোঃ জাহিদুল ইসলাম (২৩), পিতা- আনছার আলী,
৮। মোঃ মিরাজুল ইসলাম (৩০), পিতা- আনছার আলী সর্বসাং- ভরতপুর, থানা- মনিরামপুর, জেলা -যশোর,
৯। আকাশ ধর (১৮), পিতা- শুনীল ধর, ১০। উত্তম ধর (৪০), পিতা- সুনিল ধর, ১১। অপু ধর (২৫), পিতা- শুকুমার ধর , সর্বসাং- হরিদাসকাটি, থানা- মনিরামপুর, জেলা –যশোর, ১২। মোঃ শরিফুল দফাদার (৪০), পিতা- মৃত মমিন দফাদার, ১৩। মোঃ মোস্তফা দফাদার (৪৫), পিতা- মৃত মমিন দফাদার, উভয়সাং-হাজরাকাটি, থানা- মনিরামপুর, জেলা -যশোর, ১৪। মোঃ রবিউল ইসলাম নন্টু (৫০), পিতা- মৃত শেখ শামসুদ্দীন, ১৫। মোঃ শিহাব হোসেন (১৯), পিতা- মোঃ রবিউল ইসলাম নন্টু, ১৬। মোছাঃ রাশিদা বেগম (৪০), স্বামী/স্ত্রী- মোঃ রবিউল ইসলাম নন্টু, ১৭। মোছাঃ রুপা বেগম (৪০), স্বামী/স্ত্রী- মোঃ বাবলুর রহমান সর্বসাং- রোহিতা শেখপাড়া) , থানা- মনিরামপুর, জেলা -যশোর,
১৮। মোঃ মাহফুজুর রহমান (২০), পিতা- মোঃ আব্দুস সালাম ফকির, ১৯। মোঃ আব্দুস সালাম ফকির (৫০), পিতা- মৃত রিয়াজ উদ্দিন ফকির উভয় সাং- চালুয়াহাটি, থানা- মনিরামপুর, জেলা -যশোর।
উক্ত আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।