1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিজয় দিবসে ৫৪ জনের প্যারা- জাম্পিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ গভীর নলকূপ হতে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা দীর্ঘ ৩২ ঘণ্টার প্রচেষ্টায় শিশু সাজিদকে উদ্ধার

নাগরপুরে জনপ্রতিনিধিদের জিম্বায় মোটরসাইকেল চোরচক্রের সদস্য

  • সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইলের নাগরপুরে ২১ ঘন্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার। চোরচক্রের এক সদস্যকে আটক করেন এলাকাবাসী। সে উপজেলার মোকনা ইউনিয়নের কাজীবাড়ী গ্রামের মো. উজ্জল মিয়ার ছেলে মো. শাহিন মিয়া ওরফে ডিজে শাহিন (২৬)। আটককৃত চোর শাহিনকে আইনের কাছে সোপর্দ না করে পিতার জিম্বায় রেখে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও মাতাব্বররা ।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ ভবনের সামনে মোটরসাইকেল (কাল রঙ্গের ডিসকভারি, রেজি: নং টাঙ্গাইল হ-১২-৪০১০) রেখে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের সচিব মো. জহিরুল ইসলাম জুয়েল অফিসিয়াল কাজে ইউএনও অফিসের দু’তলায় যান। কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ করে নিচে আসেন। পার্কিং করে রাখা মোটরসাইকেলটি দেখতে না পেয়ে সে ইউএনও অফিসের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করেন। সেখানে দেখা যায় একজন তার মোটরসাইকেলটি নিয়ে চলে যাচ্ছে। ফুটেজ থেকে মোটরসাইকেল সহ চোরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেন। মুহুর্তের মধ্যে বিষয়টি ভাইরাল হয়ে গেলে চোরকে সনাক্ত করতে সক্ষম হন এলাকাবাসী। সে উপজেলার মোকনা ইউনিয়নের কাজী বাড়ী গ্রামের মো. উজ্জল মিয়ার ছেলে মো. শাহিন মিয়া ওরফে ডিজে শাহিন। বুধবার রাতে চোর শাহিনকে আটকের পর তার শিকারউক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাঁন্দুরা একটি চা দোকানের সামনে থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য ডিজে শাহিনকে স্থানীয় জনপ্রতিনিধি ও মাতাব্বররা আইনের হাতে তুলে না দিয়ে চোরের পিতার জিম্বায় দিয়ে দেন।
মোকনা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সম্মানীত সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ জানান, শাহিন ছোট বড় অনেক চুরির ঘটনার সাথে জড়িত। একের পর এক সে অপরাধ করে যাচ্ছে। উপজেলা থেকে মোটরসাইকেলটি চুরির ঘটনায় এলাকাবাসী তাকে আটক করে। পরে মোকনা ইউপি সদস্য রহমান, সামছুল ও মহিলা সদস্য রাশেদা বেগম বিচারের আশ্বাস দিয়ে শাহিনকে তার পিতা উজ্জলের জিম্বায় রাখেন। ওই সময় আমি সহ এলাকার আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মোকনা ইউপি সদস্য আব্দুর রহমান (ওয়ার্ড ৭) ও রাশেদা বেগম (ওয়ার্ড ৭,৮,৯) বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে শাহিনকে আমরা এবং গ্রামের নেতৃবৃন্দ মিলে তার পিতার হেফাজতে দিয়েছি। শুক্রবার সকালে তার বিচার করা হবে বলে জানান।
মোটরসাইকেল মালিক ইউপি সচিব মো. জহিরুল ইসলাম জুয়েল বলেন, বুধবার পরিষদের কাজে গাড়ি নিয়ে উপজেলায় গেলে সেখান থেকে আমার গাড়িটি চুরি হয়। সিসি ফুটেজ দেখে এলাকাবাসীর সহযোগীতায় চোরকে সনাক্ত করতে সক্ষম হই। চোর ডিজে শাহিনের তথ্য মতে কোনাবাড়ী চান্দুরা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪