1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের ঘরেই আগুন।

  • সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭

মোঃআল আমিন মহিপুর
কুয়াকাটা- প্রতিনিধি (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ৯নং ওয়ার্ড,
মোয়াজ্জেমপুর গ্রামে মোঃহানিফ গাজী(৬৮)পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের বসত ঘরে, আজ সকাল ১১নাগাত কেরাসিন ঠেলে দিয়ে নিজেই আগুন জ্বালিয়ে দিয়েছে।

প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আগুন নেভাতে।

প্রতিবেশী মোঃ জাকির হাওলাদারের সাথে
আলাপ কালে সে জানায়,

হানিফ গাজীর একমাত্র ছেলে মোঃসাইফুল(৩৫)গাজীকে প্রায় ৪ বছর আগে পাশের ইউনিয়নের মোসাঃরুমানার সাথে বিয়ে হয়।

বিয়ের শুরু থেকেই রুমানা অনেক বেপরোয়া ছিলেন।
তার আচার ব্যবহার খুবই খারাপ ছিল।
সংসারে প্রতিনিয়ত-ই ঝামেলা লেগে থাকতো।

বউ কর্তৃক,
বাবাকে অপমানের হাত থেকে বাঁচাতে,
বউকে নিয়ে একাধিক বার ঘর ছেড়েছে সাইফুল।

তবুও কোনো পরিবর্তন আসেনি তার মধ্যে।

শাশুড়ীর অসুস্থতার সুযোগ নিয়ে, প্রতিনিয়তই শারিরীক মানসিক চাপ প্রয়োগ করতো বৃদ্ধ শ্বশুরের ওপর।

খুটিনাটি বিষয় নিয়েও রাগ করে চলে যেতে বাপের বাড়ি।
সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করেও,
বাড়িতে এসে
, বুকে চাপা কষ্ট নিয়ে রান্না-বান্না করে খেতে বৃদ্ধ কৃষক।

কান্নার ভেঙে পরে এমন অভিযোগ করেন বৃদ্ধ শ্বশুর।

রাগে, ক্ষোভে,অত্যাচারে আজ নিজ ঘরে নিজেই আগুন দিয়ে ঘর ছেড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪