1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে একজন নিহত হওয়ার পরেও গাছাপালা ছাটেনি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ

  • সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫

আল নোমান শান্ত,
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে একজন নিহত হওয়ার তিনদিন অতিবাহিত হওয়ার পরেও গাছপালা ছাটেনি পল্লীবিদ্যুৎ কতৃপক্ষ ।
দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাঁশঝাড় ও গাছপালার মধ্য দিয়ে বিদ্যুতের লাইন অতিবাহিত হয়েছে। বিদ্যুতের লাইন গাছপালার সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণভাবে জীবন-যাপন করছে এলাকাবাসী। গত সোমবার গরুকে খাওয়ানোর জন্য বাঁশ পাতা কাটতে কিতাব আলী তার বাড়ির পেছনের বাঁশঝাড়ে যান। বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে লেগে থাকা কাচা বাঁশ বিদ্যুতায়িত হয়ে থাকে, তখন বাঁশ সংস্পর্শে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে কিতাব আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার তিনদিন পার হওয়ার পরও দুর্গাপুর জোনাল অফিস থেকে ডালপালা কাঁটার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। এলাকাবাসী বিদ্যুৎ অফিসকে অবহিত করলেও তাদের ইচ্ছানুযায়ী সময় মত ডালপালা ছাটা হবে বলে জানান। স্থানীয়রা জানান, বিদ্যুৎ অফিসের লোকজনকে কিছু বললে তারা রাগান্বিত হয়। ধমক দেয়। এমতাবস্থায় নেত্রকোনা জেলা জোনাল অফিসের কর্মকর্তা সহ উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এই বিষয়ে পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম বলেন, আবহাওয়া একটু ভালো হলেই ডাল-পালা খাটানোর ব্যবস্থা গ্রাহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪