এফ.করিম, নিজস্ব প্রতিবেদক(কক্সবাজার থেকে)
কক্সবাজার জেলা সদরে অবস্হিত লিংক রোড মেরিনসিটি মেগা শপিং কমপ্লেক্সের সামনে র্যাব-১৫ কক্সবাজার এক অভিযান চালিয়ে প্রায় ৩৬ গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
৩০ (আগষ্ট) সোমবার রাত ১১টার দিকে র্যাবের একটি চৌকষ টিম এ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব লিংকরোডে মেরিনসিটি মেগা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে কক্সবাজারের চকরিয়ার ইসলাম নগরের খালকাটা এলাকার মৃত আমির হোসেনের ছেলে আব্দুর শুকুর (২০), চকরিয়ার ইসলাম নগর এলাকার মৃত ঈমাম হোসেনের ছেলে মোঃ ইসমাইল (২৬) এবং কুমিল্লার ব্রাক্ষণপাড়ার শশীদল দেউস মদন এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে আলী আজম (২৫) কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা প্লাষ্টিকের বস্তা ও ব্যাগ তল্লাশী করে ৩৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।