কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার সদর দক্ষিনউপজেলারসুবর্নপুরএলাকা হতেচার রাউন্ড পিস্তলের গুলি ও চারটি ১২ বোর শটগানের কার্তুজসহএকজন এবং চৌদ্দগ্রাম উপজেলারআব্দুল্লাপুর এলাকা থেকে দুটি ১২ বোর শটগানের কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতের্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবাররাতে জেলার সদর দক্ষিন উপজেলার সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানেচার রাউন্ড পিস্তলের গুলি এবং চারটি ১২ বোর শটগানের কার্তুজসহ একজনসন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীহলো কুমিল্লা জেলারসদর দক্ষিন মডেলথানার সুবর্নপুর গ্রামের তাজুল ইসলামএর ছেলেমোঃ বাহাদুর ইসলাম স্বপন (৪০)।
অপর অভিযানে চৌদ্দগ্রামের আব্দুল্লাপুর থেকে দুটি ১২ বোর শটগানের কার্তুজসহ মোঃ সোহরাব হোসেন (২১) নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এদিকে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকা থেকে সাত কেজি গাঁজাসহ মোঃ আবুল হাসেম (৩৫) ও মোঃ মাসুদ রানা (২০) নামে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব। এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।