মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ” খ” সার্কেলের সদস্যরা বরিবার বেলা ১১-১ঃ৩০ পর্যন্ত সান্তাহার পৌর শহরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার প্রবাসী পাড়া হইতে ১ জন মাদক ব্যবসায়ী ও সান্তাহার আম বাগান এলাকা থেকে ১ মাদক সেবীকে আটক করেছেন। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, দুপুরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ২জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, দন্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার আমবাগান এলাকার মৃত্য আমজাদ হোসেনের ছেলে সাগর (২০) এবং একই শহরের প্রবাসীপাড়া এলাকার জাগাঙ্গীর হোসেনের ছেলে তপু(২০)। এদের মধ্যে সাগর মাদক সেবনকারী ও তপু মাদক ব্যবসায়ী।রবিবার বিকেলে তাদেরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।