মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) বৃদ্ধ বাবাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যাকারী পুত্র রাজ্জাক আকনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শেষ বিকেলে উপজেলার সঙ্গীতকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহমুদকাঠি গ্রামের নিহত জয়নাল আকনের মেজ ছেলে সুমন আকন বাদী হয়ে তার ভাই রাজ্জাক আকনকে আসামী করে শুক্রবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাজ্জাককে শনিবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, বৃদ্ধ জয়নালকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের অপর পুত্র একটি হত্যা মামলা রজু করেছেন। ওই মামলায় একমাত্র আসামী গ্রেফতারকৃত রাজ্জাককে শনিবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।