1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ১২ লক্ষ টাকার ক্ষতি

  • সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৭১


মোঃমনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়িটির সাতটি ঘর ও নগদ প্রায় ৩ লক্ষ টাকা পুড়ে যায়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আব্দুল হক ও তার তিন ছেলের বসত বাড়ীতে অগ্নিকান্ডের এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে এলাকার লোকজন এগিয়ে এসে দেখেন মূহুর্তেই আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। এতে তাদের ৭ টি ঘর পুড়ে যায়। তারা সবাই এক বাড়িতে থাকতো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় এলাকাবাসী। তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত মাইদুল ইসলাম জানান, আগুনে তাদের সাতটি ঘর পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা তাঁর নগদ ৮০ হাজার টাকা, তার ভাই সাইদুলের ১ লাখ ৬২ হাজার টাকা ও সোহাগের ১৮ হাজার টাকা এবং তার বাবা আব্দুল হকের ২২ হাজার টাকা (মোট দুই লাখ ৮২ হাজার টাকা), ২২ মণ পাট, ২০ মণ ধান, সোনার গহনা ও আসবাবপত্র পুড়ে যায়।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বর্তমান ইউপি সদস্য আশরাফ আলী জানান, আগুনে পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছার আগের
এলাকাবাসী আগুন নেভাতে সক্ষম হয়। বিদ‍্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪