রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী সেলিম মিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।প্রতিপক্ষ ঘায়েল ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে এহেন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে বলেও অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। এ মামলার ঘটনায় নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেনের কারনে আজ দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী সেলিম মিয়া কারাগারে। অথচ মুহুর্তে পোস্টটি ডিলেট করে ছিলেন সেলিম মিয়া। কিন্তু সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আর থানার পুলিশ রহস্য জনক ভাবে তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে মামলাটি গ্রহণ করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ। দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমির হোসেন বলেন-
সেলিম মিয়া যুবলীগের একনিষ্ঠ কর্মী। সে খুবই চমৎকার সাংগঠনিক ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। দাঁতভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন- ইউনিয়ন যুবলীগের কমিটিতে সেলিম মিয়া সভাপতি পদে প্রার্থীতা করার জন্য এলাকায় সকল মহলে প্রচার করে আসছে। এমতাবস্থায় তার উপর ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন- আসামী কে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’