মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
লকডাউনে পরিবার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের সাহাপুর পাঠিয়েছেন কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক শাহিনুর ইসলাম। লকডাউন শেষে আজ বৃহস্পতিবার সকালে স্ত্রী ও দু সন্তানকে নিয়ে নগরের রেইসকোর্স কাঠেরপুল এলাকায় বাসা আসতে বলেন শাহিনুর। নিজে না আসলেও সন্তানদের পাঠিয়েছেন শাহিনুরের স্ত্রী সাবরিনা আক্তার মমতা।
বৃহস্পতিবার কুমিল্লা নগরের আসার পথে সড়ক দূঘটনায় নিহত হন সাবরিনা আক্তার মমতা। আহত দু সন্তানের মধ্যে ছোট ছেলে দু বছরের আরিয়ানকে আহতাবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর ছেলে আহত হলেও শংকামুক্ত আছেন বলে জানা যায়। নিহত হয়েছে সিএনজির অপর এক যাত্রী সদর দক্ষিন উপজেলার কমলপুর গ্রামের তাসলিমা আক্তার (২৫)। আহত হয়েছেন সিএনজি চালক বাচ্চু মিয়া, আরেক যাত্রী লাজু বেগম।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার গোয়ালমথন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা শহরমূখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারী মারা যায়। ধুমড়েমুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি। এ ঘটনায় আহতদের মধ্যে লাইজু আক্তার (৩৫), শিশু আরিয়ান ও বাচ্চু মিয়া (৪০)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহত সাবরিনা আক্তার মমতার স্বামী শাহিনুর ইসলাম বলেন, বাচ্ছাদের নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে আসার পথে আমাদের ছেড়ে চলে যায় মমতা। আমার এক বাচ্ছার গুরুতর অশংকাজনক অবস্থায় আছে। বড় ছেলে আবাবির শংকা মুক্ত আছে।
হাসপাতালের আঙ্গিনায় নিহত মমতার মা পেয়ারা বেগম মেয়েকে হারিয়ে আর গুরুতর আহত আদরের নাতির জুতা বুকে নিয়ে আহাজারি করছেন।
তিনি বলেন কুমিল্লা যাওয়ার আগে আমার সাথে ফোনে কথা হয়েছিলো। আমার মেয়ে নাতিনদের জন্য আমার কাছে দোয়া চেয়েছিলো। কিছক্ষন পরে এ ঘটনা ঘটলো তা কিভাবে সহ্য করব।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ শিপলু বলেন, মৃত অবস্থায় হাসপাতালে দু জন নারীকে আনা হয়। আহতাবস্থায় ৩ জনের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আর বাকিদের এখানে চিকিৎসা চলছে।
সদর দক্ষিন থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, চালক পালিয়েছে। এছাড়া মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।