শামিম বিশ্বাস রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
ছবিতে নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ!
রাজবাড়ীর পাংশায় কলেজ মোড় সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রাশেদুল ইসলাম রাশেদ (৩৭), পিতা মৃত শেখ আব্দুল খালেক ও মুক্তার হোসেন (৪০), পিতা মৃত আবুল হোসেন। দুজনের বাড়িই কুষ্টিয়া পৌর শহরে।
পাংশা হাইওয়ে থানার এএসআই তরিকুল ইসলামের এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দুজন মোটরসাইকেল আরোহী ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলো। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে কলেজ মোড় এলাকা নির্মাণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে ঝটকা পড়ে যায়। সে সময় পেছন থেকে দ্রুতগমি ট্রাকের নিচে পড়ে থেতলে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে তাদের পরিবারকে খবর দেওয়া হলে তারা আসলে ভোর ৪টার দিকে পরিবারের কাছে তাদের মরা দেহ হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ রকম অনেকগুলো নির্মাণাধীন ছোট-বড় ব্রিজ আছে। নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা গরিমশি করে ফেলে রেখেছে নির্মাণাধীন এসব ব্রীজ। খুঁড়ে রাখা হয়েছে কালভার্টের আশপাশ। নেই কোনো বিপদ চিহ্ন। যে কারণে রাস্তা সরু হয়ে গেছে। যার ফলে প্রতিনিয়ত এ সব স্থানে দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেক মানুষ। এটা দ্রুত সংস্কার না করলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। দীর্ঘ হতে থাকবে মৃত্যুর মিছিল।