কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার সদর উপজেলার বিবিরবাজার এলাকা থেকে শনিবার রাতে মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ আগস্টরাতে সদর উপজেলার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশী মদ ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহএকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আক্তার হোসেন (৪৫) আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী (ভূইয়া বাড়ী) গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে ।
সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা হয়।