মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সেনা মিলনায়তন মার্কেটের সেলুনে দেলোয়ার নামের যুবককে নৃশংস ভাবে কুপিয়ে হত্যাকারী প্রধান আসামী সেলুন মালিক লক্ষণকে গ্রেফতার করেছে পিবিআই।
রোববার বিকালে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার চিতশী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সেলুন মালিক লক্ষণকে গ্রেফতারের পর তাকে নিয়ে ঘটনাস্থল পরিদশন করা হয়েছে। এসময় আমতলী এলাকায় লক্ষন এর বাড়ির উঠানের মাটি খুড়ে নিহত দেলোয়ারের দুটি মোবাইল উদ্বার করা হয়েছে। প্রাথমিকভাবে লক্ষন জানায়, নিহত দেলোয়ারের নিকট সে প্রায় তিন লক্ষ টাকা পায়। টাকা দিতে গড়িমসি করায় তাকে হত্যা করে।
উল্লেখ্য ২০ আগষ্ট শুক্রবার রাত ৮ টায় কুমিল্লা সদরে ময়নামতি সেনা মিলনায়তনের মার্কেটের একটি সেলুন দোকান থেকে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবকের বস্তাবন্দী পা ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকার জাহের আলীর সে সদরের আমতলী এলাকার মৃত নিখিল চন্দ্র শীলের ছেলে । ময়নামতি ফরিজপুর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও ২ সন্তান নিয়ে থাকতেন নিহত দেলোয়ার। সে পেশায় একজন ভাঙ্গারি ব্যবাসায়ী।