মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরীর টিক্কারচর গোমতি ব্রীজ এলাকা থেকে সবজির ঝুঁড়িতে করে গাঁজা পাচারের সময় ২ জনকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদশক কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে নগরীর টিক্কারচর গোমতি ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন ।
অভিযানের সময় দুটি ঝঁড়িতে করে পুই শাক বিক্রির গোলাবাড়ি থেকে শহরে আসছিলো ২ বিক্রেতা। পরে ডিবি পুলিশ তাদের আটক করেন। এসময় ঝুঁড়ির পুই শাকের মধ্যে লুকিয়ে রাখা ১০টি বান্ডেলে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ অভিযোগে সদর উপজেলার শরীফপুরের বাসিন্দা মোঃ লিল মিয়া ও লোকমান হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।