মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৯ শত মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১৭আগষ্ট) সত্তারঘাট এলাকা থেকে নাজিরহাট ব্রিজ দুপুর ১২ টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল আলম।
এসময় হালদা নদীতে মাছ ধরতে ৫০০ মিটার ঘেরা জাল ও৪০০ মিটার ভাসা জাল জব্দ করে। এছাড়া ও কয়েকটি স্থানে মাছ শিকারীদের ধাওয়া করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালদায় অভিযান পরিচালনা করে ৯০০মিটার জাল জব্দ করা হয়।হালদায় মা মাছ,জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে বলেও তিনি যোগ করেন।
এ অভিযানে আইডিএফ সদস্য,আনসার সদস্য,সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।