1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ গভীর নলকূপ হতে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা দীর্ঘ ৩২ ঘণ্টার প্রচেষ্টায় শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন

নোয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাংচুর,আটক ১

  • সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৩৪


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালী সদর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় অভিযুক্ত যুবককে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত মোসলেহ উদ্দিন ওরফে শাকিল (১৮) জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের আবদুর গফুরের ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে আটককৃত যুবককে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। আর আগে, গতকাল সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজদী শহরের মাষ্টারপাড়া এলাকায় একটি শিব মন্দিরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ধারণকৃত একটি ভিডিও চিত্র ইতিমধ্যে গণমাধ্যম কর্মিদের হাতে পৌঁছেছে। ওই ভিডিও চিত্রতে দেখা যায় শিব মন্দিরের ভিতরে থাকা দুটি প্রতিমার একটি প্রতিমা ভেঙ্গে সামনে পড়ে আছে। পাশে থাকা অন্য প্রতিমাটি ঠিক ছিল। আর মন্দিরের বাহিরে উত্তোজিত হিন্দু ধর্মাবলম্বী লোকজন অভিযুক্ত যুবককে মন্দিরের সামনের সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে। তিনি আরও জানান, অভিযুক্ত যুবক শাকিল প্রতিমা ভেঙ্গে তাদেরকে বলে আমি তোমাদের ভগবানকে ভেঙ্গে ফেলেছি। তার কথাবার্তা একটু অসংলগ্ন ধরনের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওসি সাহেদ উদ্দিন বলেন, তাৎক্ষণিক হিন্দু ধর্মাবলম্বী লোকজন তাকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪